বিশ্বকাপে ফিরছেন কোটি ফুটবল ভক্তের প্রিয় সালাহ!
মিশরের গণ মানুষের অলিখিত ‘রাজা’ অসংবাদিত ফুটবলার লিভারপুল তারকা মোহম্মদ সালাহর ভক্তদের সুখবর। আসছে রাশিয়া বিশ্বকাপের খেলতে পারবেন বলে আশা করা হচ্ছে। চোট থেকে সেরে উঠে রাশিয়া বিশ্বকাপে ‘ফিট’ বিশ্বের অন্যতম সেরা এই স্ট্রাইকার।
রাশিয়া বিশ্বকাপে প্রথম ম্যাচে দলে না থাকলেও দ্বিতীয় ম্যাচেই ফিরছেন কোটি ফুটবল ভক্তের প্রিয় সালাহ।
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে সের্জিও ব়্যামোসের আঘাতে বাঁ-কাঁধে গুরুতর চোট পান মিশরীয় এই সুপারস্টার। ২৬ মিনিটেই মাঠ ছাড়তে হয় তাঁকে। তবে তারপরই বিশ্বকাপে সালাহর খেলা নিয়ে প্রশ্ন উঠেছিল।
ফিজিওর সঙ্গে পরামর্শ করে চিকিৎসার জন্য স্পেন যাওয়ার সিদ্ধান্ত নেন। স্পেনে চিকিৎসার পর অনেকটাই সুস্থ তিনি।